ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ভাইবোনের ঝগড়া: অভিমানে স্কুলছাত্রীর আত্মহত্যা

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৩ পিএম, ০৪ নভেম্বর ২০২১

রাজধানীর উত্তর বাড্ডায় সাতারকুল আব্দুল হামিদ রোড এলাকার একটি বাসায় ভাইবোনের মধ্যে ঝগড়ার একপর্যায়ে অভিমানে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আভা আক্তার (১৩) নামের এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ২টা ৩০ মিনিটের দিকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা মোহন মোল্লা জানান, ‘আমি একজন হোটেল ব্যবসায়ী। আমার ছেলে আবিদের (১০) সঙ্গে খাবার নিয়ে মেয়ের ঝগড়া হয়। একপর্যায়ে অভিমান করে রুমে সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁসি নেয়। পরে বাসা থেকে আমাকে খবর দিলে আমি এসে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসি। সেখানে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

তিনি আরও জানান, তাদের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখিপুরের বালাকান্দি গ্রামে। নিহত আভা সাতারকুল উচ্চ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী ছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।

এমএইচআর/জিকেএস