চট্টগ্রামে ১৪৬০ নমুনা পরীক্ষায় শনাক্ত ৫
ছবি: সংগৃহীত
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় কারও মৃত্যু হয়নি। তবে এসময়ের মধ্যে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হন পাঁচজন। এ নিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়ালো এক লাখ দুই হাজার ৩৭৩ জনে।
বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সকালে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।
সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইলিয়াছ চৌধুরী জানান, গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামের বিভিন্ন ল্যাবে এক হাজার ৪৬০ জনের নমুনা পরীক্ষা করা হয়। এরমধ্যে ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে পাঁচজনের দেহে করোনা শনাক্ত হয়।
এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার শূন্য দশমিক ৩৪ শতাংশ। ২৪ ঘণ্টায় শনাক্ত পাঁচজনই চট্টগ্রাম মহানগরের বাসিন্দা।
মিজানুর রহমান/এএএইচ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ হাদির খুনে রাষ্ট্রযন্ত্র জড়িত, কাগুজে চার্জশিট মানি না: জাবের
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব