ঢামেকে ময়লার স্তূপ থেকে আট মাসের শিশুর মরদেহ উদ্ধার
ফাইল ছবি
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগের সামনে ময়লার স্তূপ থেকে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে শাহবাগ থানা পুলিশ। শিশুটির বয়স আনুমানিক আট মাস।
শনিবার (০৪ ডিসেম্বর) সকাল ১১টার দিকে ওই মেয়ে শিশুর মরদেহ উদ্ধার করা হয়।
শাহবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) রয়েল জানান, আমরা ৯৯৯-এ খবর পেয়ে ঢামেক হাসপাতালের ময়লার স্তূপ থেকে পলিথিন ব্যাগে মোড়ানো অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানার চেষ্টা করছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বিস্তারিত জানা যাবে।
কেএসআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ ভোলার ওসিকে গুলশানে বসালে কাজ করা কঠিন: ডিএমপি কমিশনার
- ২ অপারেশন ডেভিল হান্ট: গত ২৪ ঘণ্টায় ৫ থানা এলাকায় গ্রেফতার ৯৮
- ৩ রাজনৈতিক দলগুলোর অঙ্গসংগঠন বিশ্ববিদ্যালয়গুলোকে রণক্ষেত্র বানিয়েছে
- ৪ এবার আফতাবনগরে চলবে বুয়েটে তৈরি পরিবেশবান্ধব ই-রিকশা
- ৫ ফয়সালের ভিডিওবার্তা পরীক্ষা-নিরীক্ষা চলছে: ডিএমপি কমিশনার