উল্টোপথে চলা বাসের ধাক্কায় পথচারীর মৃত্যু, চালক গ্রেফতার
প্রতীকী ছবি
চট্টগ্রাম নগরের বন্দর থানা এলাকায় উল্টোপথে চলা একটি বাসের ধাক্কায় সুশান্ত দেব (৪৮) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় ওই বাসের চালককে আটক করেছে পুলিশ।
সোমবার (০৬ ডিসেম্বর) রাতে বন্দর থানার বারিক বিল্ডিং মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই উপস্থিত জনতা বাসচালক আবদুল খালেককে (৩৮) আটক করে পুলিশে সোপর্দ করে। এরপর মামলা দায়ের করে আজ (মঙ্গলবার) তাকে আদালতে পাঠায় পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাগো নিউজকে বলেন, পথচারী নিহতের পর লোকজন বাসচালক আবদুল খালেককে আটক করে পুলিশে সোপর্দ করে। ওই চালক তার লাইসেন্স দেখাতে পারেননি। সংশ্লিষ্ট ধারায় মামলা করে গাড়িচালককে আদালতে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে।
মিজানুর রহমান/কেএসআর/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ মিথেন নিয়ন্ত্রণে দৃষ্টান্ত স্থাপন করতে চায় বাংলাদেশ: ফরিদা আখতার
- ২ গণভোটে জনসচেতনতা বাড়াতে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা বৃদ্ধির তাগিদ
- ৩ অচেতন অবস্থায় রাস্তায় পড়েছিল এক নারী, ঢামেকে মৃত্যু
- ৪ ভোটের গাড়ির সংখ্যা ১০টি থেকে ৩০টি হচ্ছে, যাবে ৪৯৫ উপজেলায়
- ৫ নিরাপত্তা বাহিনীর ৭৫ শতাংশ সদস্যের প্রশিক্ষণ শেষ: প্রেস সচিব