ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সড়ক দুর্ঘটনা প্রতিরোধ আইন বাতিল ঘোষণা

প্রকাশিত: ০৭:২০ এএম, ২০ নভেম্বর ২০১৪

সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনা ঘটলে সর্বোচ্চ তিন বছর কারাদণ্ড সংক্রান্ত আইনটি অবৈধ ঘোষণা করেছে হাইকোর্ট। এর ফলে সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় কারাদণ্ডের মেয়াদ ৭ বছর সংক্রান্ত আইনটি বহাল থাকলো।

১৯৮৫ সালে সড়ক স্বচ্ছ চালকদের ৭ বছর কারাদণ্ড সংক্রান্ত আইনটি সংশোধন করে তিন বছরের সাজার বিধান রাখা হয়। ২০১১ সালের জানুয়ারিতে এই সংশোধনীটি চ্যালেঞ্জ করে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করে একটি বেসরকারি মানবাধিকার সংগঠন।

বৃহস্পতিবার দুপুরে ওই রিটের চূড়ান্ত রায় ঘোষণা করেন বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. খসরুজ্জামান। রায়ে তিন বছরের কারাদণ্ড সংক্রান্ত আইনটি বাতিল ঘোষণা করেন। রায়ের পর্যবেক্ষণে আদালত বলেন, সড়ক দুর্ঘটনায় ৭ বছরের সাজা থেকে আরো বৃদ্ধি করা প্রয়োজন।