মিরপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১
রাজধানীর মিরপুরে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে হত্যা, ধর্ষণসহ ১৫ মামলার আসামি নিহত হয়েছে। শনিবার দিবাগত মিরপুরের রূপনগরের ইস্টার্ন হাউজিং এলাকায় রাতে এ ঘটনা ঘটে। বন্দুকযুদ্ধে নিহত আসামির নাম আল আমিন ওরফে কালা জনি ওরফে জনি সরকার।
র্যাবের লিগ্যাল ও মিডিয়া উইং জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর পেট্রোলটিম অভিযান পরিচালনা করে। এ সময় রাতে ইস্টার্ন হাউজিংয়ের পাশে সন্ত্রাসী দল হমলা চালায়। দু`পক্ষের মধ্যে গোলাগুলি হলে জনি নিহত হয়।
এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও দুটি অ্যামো উদ্ধার করা হয়েছে।
এআর/আরএস/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ আফসানা বেগমের নিয়োগ বাতিল, গ্রন্থকেন্দ্রের নতুন পরিচালক সাখাওয়াত
- ২ বিপুল অর্থ খরচ করে স্বপ্নভঙ্গ, শূন্য হাতে দেশে ফিরলেন ৩৬ জন
- ৩ রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা বিভাগ গঠনের প্রস্তাব অনুমোদিত
- ৪ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুনর্গঠন ভূতাপেক্ষ অনুমোদিত
- ৫ ক্যাপ্টেনের দক্ষতায় বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলো চট্টগ্রাম বন্দর