ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লঞ্চে অগ্নিকাণ্ড: দগ্ধ আরও একজনের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০১:০৩ পিএম, ০৩ জানুয়ারি ২০২২

ঝালকাঠির সুগন্ধা নদীতে লঞ্চে অগ্নিকাণ্ডে দগ্ধ মো. রাসেল (৩৮) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৩ জানুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটের প্রধান সমন্বয়ক ডা. সামন্তলাল সেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাসেলের শরীরের ১৮ শতাংশ দগ্ধ ছিল। তিনি আইসিউতে চিকিৎসাধীন ছিলেন।

নিহতের ছোট ভাই ভাই মুন্না শেখ বলেন, আমার ভাই গাড়িচালক ছিলেন। আত্মীয়ের বাড়ি বেড়াতে গিয়ে দগ্ধ হন তিনি। শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসা চলছিল তার। সেখানে আজ তার মৃত্যু হয়।

তিনি আরও বলেন, আমাদের গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর থানায়। আমার ভাই রাজধানীর উত্তর মাদারটেক সবুজবাগ এলাকায় থাকতেন। তার দুটি ছেলেও রয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়াও রাসেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

গত ২৩ ডিসেম্বর দিনগত রাত ৩টার দিকে ঢাকা থেকে বরগুনাগামী এমভি অভিযান-১০ লঞ্চে আগুন লাগে। এ ঘটনায় প্রায় অর্ধশত মানুষের মৃত্যু হয়েছে। এছাড়াও আহত রয়েছেন শতাধিক যাত্রী, নিখোঁজও আছেন অনেকে। আহতদের রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়।

লঞ্চের একাধিক যাত্রী জানান, রাত ৩টার দিকে লঞ্চের ইঞ্জিনরুমে হঠাৎ আগুন লেগে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো লঞ্চে। এসময় লঞ্চে বেশ কয়েকজন যাত্রী দগ্ধ হন। প্রাণে বাঁচতে বেশ কয়েকজন নদীতে ঝাঁপ দেন।

ইএ/জেআইএম