ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

গৌরব সমুন্নত রাখতে সশস্ত্রবাহিনীকে রাষ্ট্রপতির আহবান

প্রকাশিত: ০১:৩১ পিএম, ২০ নভেম্বর ২০১৪

নেতৃত্বের প্রতি পরিপূর্ণ অনুগত থেকে কঠোর অনুশীলন, পেশাগত দক্ষতা, কর্তব্যনিষ্ঠা ও দেশপ্রেমের সমন্বয়ে অর্জিত গৌরব সমুন্নত রাখার জন্য সশস্ত্রবাহিনীর সদস্য প্রতি আহবান জানিয়েছেন রাষ্ট্রপতি মো.আবদুল হামিদ। সশস্ত্রবাহিনী দিবস-২০১৪ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।

তিনি বলেন, আমাদের সশস্ত্রবাহিনী উঁচু পেশাদার, দক্ষ ও সুশৃঙ্খল একটি বাহিনী। এই বাহিনীর উন্নয়ন ও আধুনিকায়নে সরকার সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। সশস্ত্রবাহিনীর উন্নয়নে সরকার ফোর্সেস গোল-২০৩০ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি বাস্তবায়ন করছে। আমার বিশ্বাস এসব কর্মসূচি সশস্ত্রবাহিনীকে আরও আধুনিক ও দক্ষ করবে।

আবদুল হামিদ বলেন, আমাদের সশস্ত্রবাহিনী কেবল দেশেই নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে ও সশস্ত্রবাহিনীর সদস্যগণ অংশ নিয়ে দক্ষতা, সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে বহির্বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে।

তিনি বলেন, এ দায়িত্ব পালনকালে অনেক সদস্য শাহাদতবরণ করেছেন ; আমি তাঁদের আত্মার মাগফিরাত কামনা করি এবং তাঁদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

এ দিবস উপলক্ষে সশস্ত্রবাহিনীর সকল সদস্যকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে রাষ্ট্রপতি বলেন, বাংলাদেশ সশস্ত্রবাহিনী আমাদের অহংকার।

মহান স্বাধীনতা যুদ্ধে সশস্ত্রবাহিনীর অবদান ও বীরত্বগাঁথা জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে তিনি বলেন, স্বাধীনতা যুদ্ধের সূচনালগ্ন থেকে সশস্ত্রবাহিনীর সদস্যগণ শত্রু সেনাদের ওপর ঝাঁপিয়ে পড়ে। ১৯৭১ সালের এই দিনে সেনা, নৌ ও বিমানবাহিনী সম্মিলিতভাবে দখলদার বাহিনীর ওপর সর্বাত্মক আক্রমণ পরিচালনা করে। ফলশ্রুতিতে আমাদের কাক্সিক্ষত বিজয় অর্জন ত্বরান্বিত হয়।

রাষ্ট্রপতি এ দিবসে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন বীরশ্রেষ্ঠ সিপাহি মোস্তফা কামাল, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর, বীরশ্রেষ্ঠ সিপাহি হামিদুর রহমান, বীরশ্রেষ্ঠ মোঃ রুহুল আমিন (ইআরএ-১) , বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক নুর মোহাম্মদ শেখ, বীরশ্রেষ্ঠ ল্যান্স নায়েক মুন্সী আব্দুর রউফকে।