বিএসটিআইয়ের সনদ ছাড়া জুতা বিক্রি, ‘স্টেপ’কে জরিমানা
ফুটওয়্যার পণ্যের অনুকূলে বিএসটিআইর সিএম সনদ গ্রহণ ব্যতীত জুতা তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধে স্টেপ সুলাস্ট অ্যান্ড এক্সেসরিজ নামে একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) রাজধানীর রমনা থানার বেইলি রোডে ওই প্রতিষ্ঠানের একটি শোরুমে অভিযান চালায় বিএসটিআই। অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট নাফিসা নাজ নীরা। এতে সহযোগিতা করে ডিএমপি পুলিশ।
অভিযানকালে বিএসটিআই আইন-২০১৮ অনুসারে লেদার ফুটওয়্যার পণ্যের অনুকূলে বিএসটিআইর সিএম সনদ গ্রহণ ব্যতীত জুতা তৈরি, বিক্রয়, বিতরণ, প্রদর্শন ও বাজারজাত করার অপরাধের প্রমাণ মেলে। এ অপরাধে স্টেপ সুলাস্ট অ্যান্ড এক্সেসরিজ কোম্পানি লিমিটেডকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ওই অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ফিল্ড অফিসার (সিএম) ইবাদত মানিক।
এনএইচ/কেএসআর/এএসএম