কামরাঙ্গীরচরে নবজাতকের মরদেহ উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচরে জীন হুজুরের গলি এলাকায় রাস্তা থেকে একদিনের মেয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ।
বুধবার (২ ফেব্রুয়ারি) দুুপর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
কামরাঙ্গীরচর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সায়েদুল ইসলাম জানান, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে নবজাতকের মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে পাঠানো হয়েছে। ওই নবজাতকের ডান পা স্বাভাবিক ও বাম পা বিচ্ছিন্ন ছিল। শরীরের বিভিন্ন জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে।
তিনি আরও জানান, কে বা কারা ওই নবজাতকটি অসৎ উদ্দেশ্যে ওখানে ফেলে রেখে যায়। ময়নাতদন্তের প্রতিবেদনে রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
কাজী আল আমীন/এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশির মরদেহ আসছে ২০ ডিসেম্বর
- ২ ‘বাবরের পথ ধরো, সেভেন সিস্টার স্বাধীন করো’ স্লোগান জুলাই ঐক্যের
- ৩ প্রার্থীদের অস্ত্র নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা হয়নি
- ৪ বিদেশগমন প্রক্রিয়া শতভাগ ডিজিটাল করেছে সরকার: আসিফ নজরুল
- ৫ ডেটা সুরক্ষার নীতিমালা শুধু কাগজে থাকলে চলবে না: ফয়েজ তৈয়্যব