কর্মবিরতিতে যাচ্ছে প্রকৃচি-সমন্বয় কমিটি
বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল রাখার দাবিতে কর্মবিরতিতে যাচ্ছেন প্রকৃচি-বিসিএস সমন্বয় কমিটি। দাবি মানলে ১১ থেকে ১৭ জানুয়ারি দুপুর ১২ টা থেকে ২টা পর্যন্ত কর্মবিরতি কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে কমিটি।
শুক্রবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে সমন্বয় কমিটির সঙ্গে বিভাগীয় সংস্থা প্রধান ও এসোসিয়েশন নেতৃবৃন্দ এক মতবিনিময় সভায় এ সিদ্ধান্ত নেয়। এতে সভাপতিত্ব করেন সমন্বয় কমিটির সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম।
সভায় বক্তারা বেতনস্কেলে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল পুনর্বহাল, প্রথম শ্রেণির সরকারি চাকুরিতে যোগদানের ক্ষেত্রে ক্যাডার ননক্যাডার বৈষেম্যর সিদ্ধান্ত বাতিল, ইউএনওকে কর্তৃত্ব প্রদানমূলক মন্ত্রিপরিষদ বিভাগের অফিস স্মারক বাতিল, আন্তঃক্যাডার বৈষম্য নিরসন এবং সকল ক্যাডার ও সার্ভিসে পদোন্নতির জন্য পদ সৃজন, নিজস্ব ক্যাডার ও ফাংশনাল সার্ভিস বহির্ভূত সকল ধরণের প্রেষণ বাতিলের আহ্বান জানান।
সভায় বক্তব্য রাখেন সমন্বয় কমিটির সভাপতি আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সচিব প্রকৌশলী আব্দুস সবুর, কৃষিবিদ মোবারক হোসেন, প্রেফসর ডা. ইকবাল আর্সনাল, সদস্য সচিব ফিরোজ খান প্রমূখ।
এএসএস/এএইচ/এমএস
আরও পড়ুন
সর্বশেষ - জাতীয়
- ১ প্রচারে জৌলুস কম, পোস্টার ছাড়া প্রার্থী চিনতে পারছেন না ভোটাররা
- ২ ঢাকা কলেজের বাস আটকে ভাঙচুর, দুই কলেজের সংঘর্ষে পথচারী আহত
- ৩ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হাজতি ঢামেকে মারা গেছেন
- ৪ দ্বৈত নাগরিকত্বের তথ্য লুকিয়েছেন কমপক্ষে দুই প্রার্থী
- ৫ মার্কিন রাষ্ট্রদূতের মন্তব্য ‘দায়িত্বজ্ঞানহীন ও ভিত্তিহীন’: চীন