ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফুলের বাজার চড়া: পাইকারিতে একটি গোলাপ ৩০ টাকা

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ১২:১৪ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০২২

ষাটোর্ধ্ব মাজেদা বেগম। আজ সকালে শহীদ সোহরাওয়ার্দী উদ্যানের ঘাসে বসে ফুলের হেডব্যান্ড তৈরি করছিলেন। বৃদ্ধার আশপাশে তার মতো আরও অনেককেই দেখা যায়। তাদের কেউ শাহবাগের পাইকারি বাজার থেকে কিনে আনা ফুল সুন্দর করে গুছিয়ে রাখছিলেন, কেউ মালা আবার কেউবা তোড়া তৈরি করছিলেন।

এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে মাজেদা বেগম বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে ফুল বিক্রি অইবো। আপনেরা সবাই যাইবাইন। ভাইবইন যারা আছেন, গরিব মানুষ ফুল বিক্রি করবো, আপনেরা যাইবেন, গিয়া ফুল কিনবাইন।’

ফুলের বাজার চড়া: পাইকারিতে একটি গোলাপ ৩০ টাকা

আজ বাংলা মাঘ মাসের শেষদিন। শীতের বিদায়ী দিন শেষে আগামীকাল সোমবার (১৪ ফেব্রুয়ারি) ফালগুন মাস শুরু হবে। একই দিনে উদযাপিত হবে বিশ্ব ভালোবাসা দিবস। এই দুটি দিনকে সামনে রেখে রাজধানীর বিভিন্ন পাইকারি ফুলের বাজারে বেচাকেনা জমজমাট।

ফুলের বাজার চড়া: পাইকারিতে একটি গোলাপ ৩০ টাকা

কাকডাকা ভোরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে শাহবাগের পাইকারি ফুলের বাজারে ছোটবড় ব্যবসায়ীরা ফুল কিনতে ছুটে আসেন। দরদাম করে দেশীয়, থাই এবং ইন্ডিয়ান গোলাপ, জারবেরা, গ্লাডিওলাস, রজনীগন্ধা, গাঁদা, জুই, বেলিমালা, লিলি, ক্যালনডুলা, অর্কিড, কিসিমসিমা মিম, জিপসি, কানডিশন, লিমু, চেরাগেন্ডা এবং ওয়েস্টার ফুল বেচাকেনা হয়।

ফুলের বাজার চড়া: পাইকারিতে একটি গোলাপ ৩০ টাকা

বেশ কিছু ফুল ব্যবসায়ী জানান, করোনাভাইরাসের সংক্রমণজনিত কারণে গত দুই বছর থেকে পহেলা ফালগুন ও বিশ্ব ভালোবাসা দিবসে আশানুরূপ ব্যবসা করতে পারিনি। বর্তমানে করোনা সংক্রমণ পরিস্থিতি কিছুটা কম থাকায় আগামীকাল ফুলের বেচাকেনা ভালো হতে পারে।

ফুলের বাজার চড়া: পাইকারিতে একটি গোলাপ ৩০ টাকা

তিনি জানান, অন্যান্য বছর পহেলা ফালগুন ও বিশ্ব ভালোবাসা দিবস সাধারণত দুদিন (১৩ ফেব্রুয়ারি পহেলা ফাল্গুন ও ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে) হওয়ায় ফুল বিক্রি হয়। তবে এবার একদিনে হওয়ায় ফুলের চাহিদা বাড়বে। করোনার কারণে মন্দের ভালো হওয়ায় অনেকেই পরিবার-পরিজন নিয়ে ঘুরতে বের হবেন ও বেচাকেনা ভালো হবে।

ফুলের বাজার চড়া: পাইকারিতে একটি গোলাপ ৩০ টাকা

ব্যবসায়ীরা জানান, এবার ফুলের চাহিদা বেশি হওয়ায় দাম তুলনামূলক বেশি। বিশেষ করে ছোটবড় নির্বিশেষে সবার কাছে প্রিয় যে গোলাপ। চাহিদা ও দামও বেশি। আজ ভোরে পাইকারি বাজারে ৩০০ পিস গোলাপের বান্ডিল ৭ হাজার থেকে ৭ হাজার ৫০০ টাকায় বিক্রি হয়েছে। যা কিছুদিন আগেই দেড় থেকে দুই হাজার টাকায় বিক্রি হয়।

ফুলের বাজার চড়া: পাইকারিতে একটি গোলাপ ৩০ টাকা

সোহরাওয়ার্দী উদ্যানে প্রাত:ভ্রমণকারী শাহজাহান নামে এক ব্যক্তি ফুলের হেডব্যান্ড কিনছিলেন। দুইশ টাকা দাম চাইলেও দরদাম করে ১০০ টাকায় কেনেন। এসময় জাগো নিউজকে তিনি বলেন, মেয়ের প্রতি ভালোবাসা জানাতে আগাম হেডব্যান্ড কিনে নিয়ে যাচ্ছেন। কত টাকা দিয়ে কিনলেন জানতে চাইলে বলেন, দুইশ চেয়েছিলো, একশ টাকায় কিনেছেন। আগামীকাল এটির দাম দুইশো টাকা হবে বলে তিনি মনে করছেন।

এমইউ/এমআরএম/জেআইএম