ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

লোকালয়ে মেছোবাঘ, রিজার্ভ ফরেস্টে অবমুক্ত

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৩:৩৫ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০২২

চট্টগ্রামের হাটহাজারীতে লোকালয় থেকে একটি মেছোবাঘ উদ্ধার করা হয়েছে। এরপর এটিকে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করা হয়। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে বনবিভাগের কর্মকর্তারা অবমুক্ত করেন।

জানা গেছে, সকালে হাটহাজারীর চারিয়া ইউনিয়নের ওমদা মিয়া সওদাগরের বাড়ি এলাকায় একটি মেছোবাঘ দেখতে পায় স্থানীয়রা। পরে বনবিভাগের কর্মকর্তাদের খবর দেওয়া হয়। তারা এসে মেছোবাঘটি আটক করে।

bag1

বনবিভাগের হাটহাজারী রেঞ্জ কর্মকর্তা ফজলুল কাদের চৌধুরী জাগো নিউজকে বলেন, আটক হওয়া মেছোবাঘটি পূর্ণবয়স্ক। উপজেলা প্রশাসনের নির্দেশনায় রিজার্ভ ফরেস্টে অবমুক্ত করা হয়েছে।

মিজানুর রহমান/এমআরএম/এমএস