ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

আরও দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে : শেখ হাসিনা

প্রকাশিত: ০১:১৩ পিএম, ২২ নভেম্বর ২০১৪

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আওয়ামী লীগ সরকার দেশের প্রতিটি জেলায় পাড়া মহল্লায় সাধারণ মানুষের কাছে চিকিৎসা সেবা পৌঁছে দিতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। রোগীর সঙ্গে ভালো ব্যবহার করলে রোগীর মানসিক শক্তি বৃদ্ধি পায়। বলা হয়, ওষুধে অর্ধেক রোগ ভালো হয়, আর অর্ধেক ভালো হয় ভালো ব্যবহারে।

শনিবার রাজধানীর শাহবাগে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের স্পেশালাইজড আউটডোর উদ্বোধনকালে এ কথা বলেন।

এ সময় তিনি চট্টগ্রাম ও রাজশাহীতে আরও দুটি মেডিক্যাল বিশ্ববিদ্যালয় স্থাপন করা হবে বলে ঘোষণা দেন।

শেখ হাসিনা বলেন, ‘মানুষকে সেবা থেকে বঞ্চিত করার রাজনীতি আমরা করি না। জনগণের কল্যাণে আমরা রাজনীতি করি। আমাদের সরকারের আমলে স্বাস্থ্যসেবা নিশ্চিত করার জন্য কমিউনিটি হাসপাতাল করেছিলাম। বিএনপি ক্ষমতায় এসে তা বন্ধ করে দিয়েছিল। জনগণ স্বাস্থ্য সেবা পাবে বলেই বিএনপি-জামায়াত তা বন্ধ করে দেয়।’

তিনি আরও বলেন, ‘সকলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সকল এলাকাকে স্বাস্থ্য জোনে বিভক্ত করে স্বাস্থ্যকেন্দ্রের সুবিধা বাড়ানো যেতে পারে। এরই ধারাবাহিকতায় ঢাকাকে উত্তর ও দক্ষিণ স্বাস্থ্য জোনে ভাগ করা যেতে পারে।’

দেশের সব মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আগে প্রতিবন্ধীদের সম্পর্কে যে নেতিবাচক ধারণা ছিল তা এখন আর নেই। আগে বাবা-মা প্রতিবন্ধী সন্তানদের পরিচয় দিতে লজ্জা পেতেন, সেই অবস্থা এখন পাল্টে গেছে।’