সিএম লাইসেন্স ছাড়া হেলমেট বিক্রি, রামপুরায় মামলা-জরিমানা
রামপুরায় বিএসটিআইয়ের অভিযান
সিএম লাইসেন্স বা মানসনদ ছাড়া হেলমেট বিক্রির অভিযোগে রাজধানীর রামপুরায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ২৫ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
সোমবার (২৮ ফেব্রুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ মামলা ও জরিমানা করা হয়।
বিএসটিআইর নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। প্রসিকিউটর হিসেবে বিএসটিআইর কর্মকর্তা মো. রকিবুল হাসান দায়িত্ব পালন করেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান বলেন, বিএসটিআই আইন-২০১৮ অনুসারে বাধ্যতামূলক প্রোটেকটিভ হেলমেট পণ্যের অনুকূলে সিএম লাইসেন্স নেওয়া ছাড়া বিক্রয়, বিতরণ ও বাজারজাতের অপরাধে রামপুরার গিয়ার অ্যান্ড গোর বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এনএইচ/এমআইএইচ/ইএ/এএসএম