ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ছেলের জীবন বাঁচাতে মায়ের আকুতি

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৪:১৭ পিএম, ১০ মার্চ ২০২২

নষ্ট হয়ে যাওয়ায় ছোট বেলায়ই একটি কিডনি ফেলে দেওয়া হয়। এখন অপরটিও অকেজোর পথে। কিডনি দ্রুত প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন চিকিৎসক। হাস্যোজ্জ্বল সন্তানের চিকিৎসা করাতে না পেরে দিশেহারা মা। এমতাবস্থায় সমাজের সর্বস্তরের মানুষের কাছে সহায়তা কামনা করেছে পরিবারটি।

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেওলি গ্রামের কৃষক দুলালের ছেলে আরিফ (২৪)। মা-বাবার একমাত্র সন্তান। দেওলি পল্লী মঙ্গল মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পাস করেছে। শারীরিক অসুস্থতা আর টাকার অভাবে এখন পড়াশোনাও বন্ধের পথে আরিফের।

মা বলেন, নষ্ট হয়ে যাওয়ায় ছোট বেলাতেই তার একটি কিডনি ফেলে দেওয়া হয়। পরিবারের চাপ নিতে না পেরে আরিফের বাবা তাদের ফেলে রেখে আরেক জায়গায় চলে যায়। গত ১০ বছর ধরে তার কোনো খোঁজ-খবর পাওয়া যায়নি।

‘বর্তমানে আরিফের অপর কিডনির অবস্থাও খুব ভালো নয়, চিকিৎসক দ্রুত কিডনি প্রতিস্থাপনের পরামর্শ দিয়েছেন। এমন পরিস্থিতিতে মানসিকভাবে ভেঙে পড়েছেন তার মা।’

ছেলের জীবন বাঁচানোর আকুতি জানিয়ে মা রুবি বলেন, বর্তমানে তিনি মিরপুরে থাকেন। সেখানে একটি গার্মেন্টে কাজ করে অসুস্থ সন্তান নিয়ে অনেক কষ্টে জীবন পার করছেন। সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিলে হয়তো তার সন্তান বেঁচে ফিরবে। আবার হেসে-খেলে বেড়াবে।

তিনি বলেন, বিভিন্ন হাসপাতালের দুয়ারে ঘুরে ঘুরে এরই মধ্যে অনেক অর্থ খরচ হয়ে গেছে। এখন আর চিকিৎসা করাতে পারছেন না। ছেলেকে বাঁচাতে তিনি জরুরিভাবে নিজের একটি কিডনিটি দান করবেন। কিন্তু অর্থাভাবে চিকিৎসাই যেখানে থমকে গেছে সেখানে কিডনি প্রতিস্থাপন অসম্ভব ব্যাপার।

‘দিন দিন আরিফের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। শরীর দিন দিন দুর্বল হয়ে শুকিয়ে যাচ্ছে। ছেলেকে বাঁচাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সমাজের বিত্তশালী মানুষের কাছে মানবিক সাহায্যের আবেদন করেন তিনি।’

কিডনি ও মেডিসিন বিশেষজ্ঞ ডা. মো. সোয়েব নোমানীসহ কয়েকজন চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসা করিয়েছে পরিবারটি। তারা জানিয়েছেন, আরিফকে বাঁচাতে হলে দ্রুত উন্নত চিকিৎসার পাশাপাশি কিডনি প্রতিস্থাপন করা প্রয়োজন।

স্থানীয় ৭নং ওয়ার্ডের কাউন্সিলর ও তার শিক্ষকরা বলেন, আরিফ মেধাবী ছাত্র। তার মা অসহায়। অর্থাভাবে আরিফের চিকিৎসা থমকে গেছে। ছেলেটির প্রাণ বাঁচাতে চিকিৎসা চালিয়ে যাওয়ার জন্য সমাজের হৃদয়বান মানুষের কাছে সাহায্যের আবেদন করেন তারা।

সাহায্য পাঠানোর ঠিকানা: বিকাশ নম্বর: (পার্সোনাল) ০১৯৭৭৯৭৭৪২৫

এমআরএম/জেআইএম