স্পিকারের সঙ্গে সিপিএ সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ
জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে বাংলাদেশে সফররত সিপিএ সেক্রেটারি জেনারেল করিমুল্লাহ হায়াত আকবর খান সাক্ষাৎ করেছেন। বৃহস্পতিবার সংসদ ভবনে ড. শিরীন শারমিন চৌধুরীর কার্যালয়ে সাক্ষাৎ করেন তিনি।
সাক্ষাৎকালে তারা ঢাকায় অনুষ্ঠিতব্য সিপিএ সম্মেলন সফল করার বিষয়ে পারষ্পরিক মত বিনিময় করেন এবং সিপিএ সম্মেলনের কর্মসূচি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় স্পিকার সিপিএর চলমান কর্মকাণ্ডের খোঁজখবর নেন।
পরে সিপিএ সেক্রেটারি জেনারেল করিমুল্লাহ হায়াত আকবর খান সংসদ ভবনের বিভিন্ন স্থান পরিদর্শন করেন।
এইচএস/আরএস/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে