ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সাড়ে ৫ বছরে ৬৪ লঞ্চ দুর্ঘটনা, নিহত ৭১০

প্রকাশিত: ০১:৪৩ পিএম, ২৩ নভেম্বর ২০১৪

বিগত সাড়ে ৫ বছরে ৬৪ লঞ্চ দুর্ঘটনায় ৭১০ জনের প্রাণহানি ঘটেছে বলে জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান। রোববার সংসদে জাতীয় পার্টির মো. শওকত চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

শাজাহান খান জানান, ২০০৯ সালে ৯টি লঞ্চ দুর্ঘটনায় ২৬০ জন, ২০১০ সালে ১৬টি দুর্ঘটনায় ১১৮ জন, ২০১১ সালে ১৪টি দুর্ঘটনায় ৭৪ জন, ২০১২ সালে ১৫টি দুর্ঘটনায় ১৬৩ জন, ২০১৩ সালে ৫টি দুর্ঘটনায় ২২ জন এবং চলতি বছরের মে মাস পর্যন্ত ৫টি লঞ্চ দুর্ঘটনায়৭৩ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে।

নৌ পরিবহন মন্ত্রী আরও জানান, নৌ-দুর্যোগ তহবিল ট্রাস্টি বোর্ড নামে একটি কল্যাণ তহবিল রয়েছে। এই তহবিল থেকে লঞ্চ দুর্ঘটনায় প্রতিজন মৃত ব্যক্তির পরিবারকে ৫০ হাজার টাকা এবং দাফন-কাফন বাবদ ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেয়া হতো। চলতি বছর থেকে এই আর্থিক সহায়তা বাড়িয়ে মৃত ব্যক্তি প্রতি ১ লাখ টাকা এবং দাফন-কাফন বাবদ ৫ হাজার টাকা প্রদান করা হচ্ছে।

জাতীয় পার্টির সদস্য এ, কে, এম, মাইদুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে শাজাহান খান বলেন, বর্তমানে বাংলাদেশে নিবন্ধিত অভ্যন্তরীণ জাহাজের সংখ্যা ১০ হাজার ১৪৩টি এবং নিবন্ধিত সমুদ্রগামী জাহাজের সংখ্যা ৬৩টি।

তিনি আরও বলেন, ২০০১ সাল থেকে ২০১৪ সালের জুন পর্যন্ত নিবন্ধনকৃত অভ্যন্তরীণ জাহাজের সংখ্যা ৮ হাজার ৩১২টি এবং নিবন্ধনকৃত সমুদ্রগামী জাহাজের সংখ্যা ৪৬টি। ২০০৯ সাল থেকে ২০১৪ সাল পর্যন্ত সমুদ্র পরিবহন অধিদপ্তরের অনুমোদিত ডিজাইনের সংখ্যা ১ হাজার ৮৭৭টি। সব নৌযান স্টিল কাঠামোর, কাঠের কাঠামোর কোন নৌযান তৈরি হয়নি। -বাসস