রমজানে মজাদার ইফতারির হোম ডেলিভারি ইন্টারকন্টিনেন্টালে
দেশব্যাপী শুরু হয়েছে মাহে রমজান। ধর্মপ্রাণ মুসল্লিরা তারাবি নামাজ পড়ে গভীর রাতে সেহরি খেয়ে রোজা রাখছেন। ধনী-দরিদ্র নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষ নিজ নিজ সামর্থ্য অনুযায়ী ইফতার করবেন। কেউ বাসায় ইফতার বানাবেন কেউবা ফুটপাত থেকে সস্তায় কিনে খাবেন।
আবার অনেকেই রেস্টুরেন্ট কিংবা পাঁচ তারকা হোটেলে থেকে ইফতারি কিনে খাবেন। দুই বছর করোনাভাইরাসের সংক্রমণের কারণে সর্বত্র ইফতারির ব্যবসা মন্দা ছিল। এ বছর পরিস্থিতির উন্নতি হওয়ায় ছোট-বড় ও পাঁচ তারকা হোটেলও ইফতারি বিক্রির প্রস্তুতি নিয়েছে।
রাজধানীর শাহবাগের অদূরে পাঁচ তারকা হোটেল ইন্টারকন্টিনেন্টাল। আসন্ন রমজানজুড়ে এ পাঁচ তারকা হোটেলটি ‘বিশেষ ইফতারি’ বিক্রি ও হোম ডেলিভারি দিচ্ছে। নগরবাসিন্দারা দুপুর ১২টা থেকে ১ টার মধ্যে সশরীরে হাজির হয়ে ইফতার কিনে নিয়ে যেতে পারবেন। কিংবা অনলাইনে হোম ডেলিভারির অর্ডার করতে পারবেন।
নির্দিষ্ট কিছু ব্যাংক কার্ডের মাধ্যমে হোম ডেলিভারির ইফতারের টাকা পরিশোধ করা যাবে। যারা হোটেলে এসে ইফতার কিনে নিয়ে যাবেন কিংবা হোম ডেলিভারি নেবেন তাদের জন্য তিনটি ক্যাটাগরির ইফতার বক্স রাখার ঘোষণা দিয়েছে হোটেল কর্তৃপক্ষ।
ক্যাটাগরি- ১; দুজন খেতে পারবেন এমন এক বক্স ইফতারের মূল্যে চার হাজার টাকা। এতে চার পিস খেজুর, এক ভাগ ছোলা মাসালা, দুই পিস চিকেন আলুচপ, দুই পিস শিককাবাব, দুই পিস টার্কিস আদানা কাবাব, দুই পিস ইরানিয়ান কাবাব, দুই পিস পেঁয়াজু, দুই পিস চিকেন উইংস, দুই পিস চিকেন মালাই কাবাব, এক পিস নান, একপিস কেক, দুই পিস পাটিসাঁপটা পিঠা ও ২০০ গ্রাম জিলাপি।
ক্যাটাগরি- ২; বিশেষ ইফতারি যা চারজনের জন্য মূল্য সাত হাজার টাকা। এতে থাকবে আট পিস পিস খেজুর, দুই ভাগ ছোলা মাসালা, চার পিস গরুর বটিকাবাব, চার পিস মুরগীর মাংসের সমুচা, চার পিস চিকেন টিক্কা, চার পিস ভেড়ার মাংসের টার্কিস আদানা কাবাব, চার পিস সিফুড স্কিউয়ারস, চার পিস চিংড়ি টেম্পুরা, দুই পিস বাটার নান, চার পিস পাটিপাসাঁটা পিঠা, চার পিস অ্যারাবিয়ান সুইটডিস, ২৫০ গ্রাম জিলাপি ও এক বোল হালিম।
ক্যাটাগরি-২; বিশেষ ইফতারি যা ছয় জনের জন্য মূল্য ৯ হাজার টাকা। এতে থাকবে ১২ পিস পিস খেজুর, দুই ভাগ ছোলা মাসালা, ছয় পিস গরুর চাপলি কাবাব, ছয় পিস মুরগীর মাংসের সমুচা, ছয় পিস চিকেন আফগানি কাবাব, চার পিস ল্যাম্ব সোভলাকি, ছয় পিস চিংড়ি টেম্পুরা, চার পিস গার্লিক নান, এক বোল হালিম, এক বোল খাসির মাংসের তেহারি, ৫০০ গ্রাম জিলাপি, ছয় পিস বাবাউসাও ছয় পিস পাটিসাঁপটা পিঠা।
প্রতিষ্ঠানটির ভেরিফাইড পেজে জানানো হয়েছে, হোম ডেলিভারির ক্ষেত্রে ১২ হাজার টাকার বেশি ইফতার কিনলে ফ্রি ডেলিভারি ও কম হলে ৫০০ টাকা সার্ভিস চার্জ দিতে হবে। এছাড়াও ইন্টারকন্টিনেন্টাল ঢাকায় বসেও ইফতারের সুযোগ রয়েছে। ইফতার ও ডিনার প্রতিজনের জন্য ইলিমেন্টস ইফতার অ্যান্ড ডিনার ছয় হাজার ৫০০ টাকা, একুয়া ডেক ইফতার অ্যান্ড ডিনার পাঁচ হাজার টাকা। এছাড়া ইলিমেন্টস সেহরি প্রতি জনের জন্য (বৃহস্পতি ও শুক্রবার) গুনতে হবে সাড়ে চার হাজার টাকা।
এমইউ/এমআরএম/জেআইএম