ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মাহিদুর ও চুটুর বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল

প্রকাশিত: ০৮:৪১ এএম, ২৪ নভেম্বর ২০১৪

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছে ট্রাইব্যুনাল।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানে এ আদেশ দেয়। এছাড়াও তাদেরকে গ্রেফতার দেখাতে প্রসিকিউশনের আনা আবেদন মঞ্জুর করা হয়েছে। পরবর্তী আদেশের জন্য ১ ডিসেম্বর তারিখ ধার্য করা হয়েছে।

তাদের বিরুদ্ধে গত ১৬ নভেম্বর অনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। প্রসিকিউটর সাহিদুর রহমান এ অভিযোগ দাখিল করেন। তাদেরকে মানবতাবিরোধী অপরাধের এ মামলায় আটক দেখানোর জন্য প্রসিকিউশন আবেদন করেছিল।

মাহিদুর ও চুটুর বিরুদ্ধে ১৯৭১ সালে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এলাকায় মুক্তিযুদ্ধের সময় সংগঠিত হত্যা ও গণহত্যার সুনির্দিষ্ট তিনটি অভিযোগ আনা হয়েছে। তাদের বিরুদ্ধে সাক্ষি রয়েছেন ২৪ জন।

অপর একটি মামলায় এ দুই আসামি বর্তমানে চাপাইনবাবগঞ্জ কারাগারে রয়েছে। -বাসস