ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ফরমালিন যন্ত্র নিশ্চিত করতে হাইকোর্টের নির্দেশ

প্রকাশিত: ১০:২৫ এএম, ২৪ নভেম্বর ২০১৪

আগামী দুই মাসের মধ্যে খাদ্য ও ফলে ফরমালিন পরীক্ষার নির্ভুল যন্ত্র নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। সোমবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো: খসরুজ্জামান সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেয়।

স্বাস্থ্য সচিব, খাদ্য সচিব ও স্বরাষ্ট্র সচিবকে এ আদেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। ফরমালিন পরীক্ষার নির্ভুল যন্ত্র নির্ধারণে আগামী সাত দিনের মধ্যে একটি বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেয়া হয়েছে। একই সঙ্গে যন্ত্র সংগ্রহে প্রয়োজনীয় অর্থ বরাদ্দের ব্যবস্থা গ্রহণ করতে অর্থ মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে আদালত।

এছাড়া আদালতের আদেশ বিষয়ে কী পদক্ষেপ নেয়া হয়েছে, তার প্রতিবেদন হলফ আকারে তিন মাসের মধ্যে দাখিলেও নির্দেশ দেয়া হয়েছে।

গত ২১ জুলাই হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ফরমালিন মাপার ব্যবহৃত যন্ত্র সঠিক কিনা তা যাচাইয়ের জন্য বিএসটিআই, বিসিএসআইআর এবং এনএফএসএলকে নির্দেশ দিয়ে রুল জারি করে। বাংলাদেশ ফ্রেস ফুড ইম্পোটারস এসোসিয়েশনের পক্ষে গত ১৩ জুলাই রিটটি দায়ের করা হয়।

বিএসটিআই, বিসিএসআইআর-এর প্রতিবেদন আদালতে দাখিল করার পর তা রিটকারী পক্ষের আইনজীবী এডভোকেট মনজিল মোরসেদ আদালতে আজ সোমবার তা উপস্থাপন করেন।

মনজিল মোরসেদ সাংবাদিকদের বলেন, বর্তমানে ব্যবহৃত যন্ত্রটি দ্বারা ফরমালিনের উপস্থিতি সঠিকভাবে পরীক্ষা করা যায় না। তাই ফরমালিন মাপার সঠিক যন্ত্র সংগ্রহ করতে সোমবার হাইকোর্ট সংশ্লিষ্টদের প্রতি আদেশ দেন।