ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল
নারায়ণগঞ্জের ফতুল্লার ইজদাইল এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ধ্রুব চন্দ্র দাস (১৫) নামের এক কিশোর নিহত হয়েছে।
মঙ্গলবার (১৭ মে) রাত সাড়ে আটটার দিকে ওই কিশোরকে ছুরিকাঘাত করেন দুর্বৃত্তরা। এরপর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া দশটার দিকে মৃত ঘোষণা করেন।
নিহত ধ্রুব চন্দ্র দাসের বাবা মাধব চন্দ্র দাস জানান, ধ্রুব রাবেয়া হোসেন উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। বাসার সামনে দুর্বৃত্তরা তার পেটে ছুরিকাঘাত করে পালিয়ে যান। পরে তার চিৎকারে আমরা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করা হয়েছে।
কাজী আল আমিন/কেএসআর
সর্বশেষ - জাতীয়
- ১ নানা মাধ্যমে গণভোট নিয়ে অপপ্রচার চলছে: সিএ প্রেস উইং ফ্যাক্ট
- ২ গণভোটে অংশ নিন, ‘হ্যাঁ’ তে সিল দিন: প্রধান উপদেষ্টা
- ৩ ১ ফেব্রুয়ারির মধ্যে রাজউকের সার্ভার সচলের আশ্বাস চেয়ারম্যানের
- ৪ শাহজালাল বিমানবন্দর এলাকায় হর্ন বাজালে কারাদণ্ড-জরিমানা
- ৫ জঙ্গল সলিমপুরে অভিযানকালে গুলিতে র্যাব কর্মকর্তা নিহত, জিম্মি ৩