ফিলাডেলফিয়ার ডেপুটি মেয়র বাংলাদেশি নিনা
যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়া অঙ্গরাজ্যের ডেপুটি মেয়র পদে বাংলাদেশি বংশোদ্ভূূত ড. নিনা আহমেদ মনোনয়ন পেয়েছেন। ফিলাডেলফিয়ার মেয়র জিম কেনি ড. নিনাকে ডেপুটি মেয়র ফর পাবলিক এনগেজমেন্ট পদে মনোনয়ন দিয়েছেন।
ফিলাডেলফিয়া ফাউন্ডেশন জানিয়েছে, ডেপুটি মেয়র হিসেবে ড. নিনা মেয়রের কমিউনিটি বিষয়ক বিভিন্ন দফতর ও কমিশনের কাজ তত্ত্বাবধান করবেন। এছাড়া এলজিবিটি ও কৃষ্ণাঙ্গবিষয়ক, যুব কমিশনসহ বেশ কয়েকটি দফতর ও কমিশনের দায়িত্ব পালন করবেন তিনি।
এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে কোনো মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে কাজের সুযোগ পান নিনা। প্রেসিডেন্ট বারাক ওবামার এশিয়ান আমেরিকানস অ্যান্ড প্যাসিফিক আইসল্যান্ডার বিষয়ক উপদেষ্টা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন এই বাংলাদেশি।
১৯৯০ সালে পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রসায়নে ডক্টরেট ডিগ্রি অর্জন করেন নিনা।
এসআইএস/আরআইপি
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে