ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

ডিবিসির প্রযোজক বারীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে: পুলিশ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৬:৫৩ পিএম, ০৮ জুন ২০২২

রাজধানীর হাতিরঝিল লেকপাড় এলাকা থেকে ডিবিসি নিউজের প্রযোজক আবদুল বারীর মরদেহ উদ্ধার করেছে গুলশান থানা পুলিশ। বুধবার (৮ জুন) সকালে গুলশান পুলিশ প্লাজার উল্টো দিকের সড়কের পাশ থেকে তার রক্তাক্ত ও ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়।

কে বা কারা আব্দুল বারীকে হত্যা করেছে তা স্পষ্ট না হলেও পুলিশ বলছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে তাকে। এর নেপথ্যে যে বা যারাই থাকুক তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। এরই মধ্যে থানা পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নেমেছে গুলশান গোয়েন্দা পুলিশ।

পুলিশ জানায়, বুধবার (৮ জুন) সকালে ছিন্নমূল কয়েকজন শিশু নিকেতনের পাশে লেকপাড়ে একজনের মরদেহ দেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে। পুলিশের ধারণা, মরদেহ উদ্ধারের ৭-৮ ঘণ্টা আগে তাকে হত্যা করা হয়ে থাকতে পারে।

গুলশান পুলিশের উপ-কমিশনার (ডিসি) মো. আসাদুজ্জামান বলেন, বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল বারী কেন, কীভাবে এখানে আসলেন, কারা এই হত্যার ঘটনা ঘটিয়েছে, ঘটনার পেছনে কারা জড়িত- তা নিয়ে আমরা কাজ করছি। আমাদের প্রাথমিক ধারণা, তাকে ফেলে হত্যা করা হয়েছে। আশা করছি দ্রুতই জড়িতদের গ্রেফতার করতে পারব।

তিনি বলেন, আমরা সুরতহালে দেখেছি, তার গলায় দাগ ও নাভির উপরে কাটা দাগ। সবকিছু নিয়েই কাজ করছি। তথ্য-প্রযুক্তিগত সহায়তা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তা বিশ্লেষণ করা হবে।

মামলার বিষয়ে ডিসি আসাদুজ্জামান বলেন, আইনগত প্রক্রিয়ায় এ ঘটনায় মামলা হবে।

গুলশান গোয়েন্দা বিভাগের উপ-কমিশনার (ডিসি) মশিউর রহমান বলেন, ডিবিসি নিউজের সিনিয়র এক্সিকিউটিভ প্রডিউসার আব্দুল বারী হত্যার শিকার তা স্পষ্ট। এটা নিয়ে থানা পুলিশ কাজ করছে। পাশাপাশি আমরা ঘটনা জানার পর থেকেই ছায়াতদন্ত করছি।

‘তিনি কেন সেখানে গেলেন, তার সঙ্গে কেউ ছিলেন কি না, কারা হত্যা করলো তা জানার চেষ্টা করছি। আমরা বাসা ও ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে বিশ্লেষণ করবো। পাশাপাশি তথ্য-প্রযুক্তির সহায়তায় খুনিদের শনাক্তের চেষ্টা করছি।’

টিটি/এমএইচআর/জিকেএস