ভিডিও ENG
  1. Home/
  2. জাতীয়

নারায়ণগঞ্জে টিনের চালা থেকে পড়ে কারখানা শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৫:০২ এএম, ১০ জুন ২০২২

নারায়ণগঞ্জের পাগলায় কারখানার চালায় টিন লাগাতে গিয়ে নিচে পড়ে মো. জিকু খন্দকার (২২) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুন) বিকেলে এ ঘটনাটি ঘটে। নিহত জিকু ওই কারখানায় দিনমজুর হিসেবে কাজ করতেন।

গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত জিকুর সহকর্মী কামাল হোসেন জাগো নিউজকে জানান, বিনিময় স্টিল মিল নামের ওই ফ্যাক্টরির চালার টিন ছিদ্র হওয়ায় তারা তিন শ্রমিক নতুন টিন লাগানোর কাজ করছিলেন। হঠাৎ অসাবধানতাবশত জিকু নিচে পড়ে গেলে মারাত্মকভাবে আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, নিহত এ কারখানা শ্রমিক নারায়ণগঞ্জের বন্দর থানার খন্দকার বাড়ির মৃত মিলন খন্দকারের ছেলে। তার ঘরে দুই সন্তান রয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জাগো নিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

এমকেআর