ডিবি পরিচয়ে তুলে নিয়ে সর্বস্ব কেড়ে নিতেন তারা
গ্রেফতার মো. খাইরুল আলম ও মো. ফারুক
প্রথমে পরিচয় দেওয়া হতো ডিবি পুলিশের। এরপর টার্গেট ব্যক্তিকে মোটরসাইকেলে উঠিয়ে নেওয়া হতো। সবশেষ নির্জন স্থানে নিয়ে সর্বস্ব কেড়ে নেওয়া হতো ওই ব্যক্তির।
এমন অপরাধী একটি চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর খিলগাঁওয়ের খিদমাহ হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়। এদের নাম মো. খাইরুল আলম ও মো. ফারুক।
সোমবার (১৩ জুন) গোয়েন্দা তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. আনিচ উদ্দীন জাগো নিউজকে এ তথ্য জানান।

তিনি বলেন, খিদমাহ হাসপাতালের সামনে কয়েকজন লোক নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে ঝামেলা করছে বলে সংবাদ পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে খাইরুল ও ফারুক নামের দুজনকে আটক করা হয়। এসময় খাইরুলের কাছ থেকে একটি ভুয়া পুলিশের আইডি কার্ড আর ফারুকের কাছ থেকে একটি হ্যান্ডকাফ জব্দ করা হয়।
এই গোয়েন্দা কর্মকর্তা বলেন, এর আগে খাইরুল একই অপরাধে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গ্রেফতার হয়েছিলেন।
গ্রেফতারদের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়েছে বলেও জানান এডিসি।
টিটি/জেডএইচ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ সন্ত্রাসীদের দৌড়ের ওপর রাখবেন, নইলে ওরা আপনাদের দৌড়ের ওপর রাখবে
- ২ আসিয়ান ডায়ালগ পার্টনার হতে কম্বোডিয়ার সমর্থন পেলো বাংলাদেশ
- ৩ চরাঞ্চলে জলবায়ু-সহিষ্ণু উন্নয়নকে যথাযথ অগ্রাধিকার দেওয়ার আহ্বান
- ৪ তিন গুণী ব্যক্তিকে সম্মাননা দিলো বণিক বার্তা-বিআইডিএস
- ৫ ভারতের সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক স্বাভাবিক, রাজনৈতিক বিষয়ে কাজ চলছে