ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

পণ্য নামানোর সময় জাহাজ থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

ঢামেক প্রতিবেদক | প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৫ জুন ২০২২

মুন্সিগঞ্জের মোক্তারপুর ঘাটে জাহাজ থেকে পণ্য নামানোর সময় পা পিছলে পড়ে মো. ফাহিম মিয়া (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (২৪ জুন) দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক ফাহিমকে মৃত ঘোষণা করেন।

ফাহিমের গ্রামের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার রাজাপুর গ্রামে।

নিহত ফাহিমের সহকর্মী রিয়াজ জানান, ক্রাউন সিমেন্টের আবু তাহের নামের একটি জাহাজ থেকে পণ্য নামানোর সময় ফাহিম পা পিছলে পড়ে গিয়ে মাথায় ও বুকে আঘাত পান।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় জানানো হয়েছে।

কাজী আল-আমিন/এসএএইচ/এএসএম