ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

যশোরে পুলিশের বাড়িতে ডাকাতি

প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৬ নভেম্বর ২০১৪

যশোরে এক পুলিশের বাড়িতে ডাকাতি হয়েছে। বুধবার ভোর রাতে শহরের বেজপাড়া মেইনরোডস্থ বাসায় এ ডাকাতির ঘটনা ঘটে। ভুক্তভোগী পুলিশ সদস্য অসীম রায় যশোর কোতোয়ালি থানার ওয়্যারলেস অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

অসীম রায় জানান, তিনি রাতে ডিউটিতে ছিলেন। বাসায় স্ত্রী, শাশুড়িসহ অন্যরা ছিলেন। মধ্যরাতে তার শাশুড়ি দরজা খুলে বাথরুমে যান। এই সুযোগে কয়েকজন দুর্বৃত্ত বাসায় প্রবেশ করে। তারা বাসার সকলকে জিম্মি করে প্রায় ৭ ভরি স্বর্ণালংকার ও ৮০ হাজার টাকা নিয়ে যায়।

যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, অসীম থানায় এখনও অভিযোগ দেননি। তবে জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।