ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

প্রকাশিত: ০৬:৫৭ এএম, ২৭ নভেম্বর ২০১৪

সৌদি আরবের রিয়াদের ওলাইয়া কিং আব্দুল্লাহ রোডে সড়ক দুর্ঘটনায় এক বাংলাদেশি নিহত হয়েছেন। বুধবার স্থানীয় সময় বিকাল ৫ টার দিকে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে বিপরীত দিক থেকে আসা একটি গাড়ি তাদের তাকে বহনকারী গাড়ীকে ধাক্কা দেয়।

নিহত (৩৮) আলাউদ্দিন কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার দুলখার ইউনিয়নের সাইদুল হক ভুইয়ার ছেলে। নিহত আলাউদ্দিন মিয়ার বন্ধু আবুল বশির এ খবর নিশ্চিত করেন।

নিহতের লাশ বর্তমানে স্থানীয় সেমুসী হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আলাউদ্দিন ভুইয়া রিয়াদের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে কর্মরত ছিলেন।