ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

রাজধানীতে প্যাথিডিন-হেরোইনসহ গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১০ পিএম, ৩০ জুলাই ২০২২

রাজধানীতে অভিযান চালিয়ে এক লাখ ৬৯ হাজার ২৫০ টাকা মূল্যের ৮২০ পিস প্যাথিডিন ও ৫০ গ্রাম হেরোইন জব্দ করা হয়েছে র‌্যাব। এছাড়া দুটি মোবাইল, প্যাথিডিনসহ মাদক বিক্রির নগদ ২২ হাজার ২৫০ টাকা ও চার মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতাররা হলেন- কবির (৩৮), আব্দুল হাই (৪২), মো. রফিক (২২), ফাতেমা (৩২)।

রাজধানীতে প্যাথিডিন-হেরোইনসহ গ্রেফতার ৪

হেরোইন জব্দ

শনিবার (৩০ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‌্যাব-১০।

এতে বলা হয়, র‌্যাব-১০ এক অভিযানে রাজধানীর যাত্রাবাড়ীর দক্ষিণ সেখদী এলাকা থেকে আনুমানিক এক লাখ ৬৪ হাজার টাকা মূল্যের ৮২০ পিস প্যাথিডিনসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। শ্যামপুরের জুরাইন বালুর মাঠ এলাকায় আরেক অভিযানে ৫০ গ্রাম হেরোইনসহ একজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ী ও শ্যামপুরসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় প্যাথিডিন ও হেরোইনসহ বিভিন্ন মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তাদের বিরুদ্ধে পৃথক দুটি মাদক মামলা রুজু করা হয়েছে বলেও জানিয়েছে র‌্যাব।

আরএসএম/এএএইচ/জেআইএম