উত্তরায় রিকশা গ্যারেজে বিস্ফোরণ: দগ্ধ আরও একজনের মৃত্যু
ফাইল ছবি
রাজধানীর উত্তরার কামারপাড়া এলাকায় রিকশার গ্যারেজে বিস্ফোরণে দগ্ধ মো. মাসুম আলী (৩৫) নামের আরও একজনের মৃত্যু হয়েছে।
সোমবার (৮ আগস্ট) রাত সাড়ে ৭টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এনিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো তিনজনে।
এছাড়া আরও তিনজন চিকিৎসাধীন আছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।
দগ্ধ অন্যরা হলেন মো. আল আমিন (৩০), তার ৭০ শতাংশ পুড়ে গেছে। অপরজন হলেন মো. শফিকুল ইসলাম (৩২), তার শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। আরেকজন হলেন মো. শাহিন (২৬), তার দগ্ধ হয়েছে ৩০ শতাংশ।
তারা সবাই শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি রয়েছেন।
বিষয়টি জানিয়েছেন ইনস্টিটিউটের আবাসিক সার্জন আইয়ুব হোসেন।
কাজী আল আমীন/এমআইএইচএস/এমএস