প্রশ্নপত্র ফাঁস বন্ধের আহবান সুরঞ্জিতের
শিক্ষা মন্ত্রণালয়কে দোষ স্বীকার করে প্রশ্নপত্র ফাঁস বন্ধ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহবান জানান।
তিনি বলেন, যেহেতু প্রশ্নপত্র ফাঁস হচ্ছে, অতএব স্বীকার করলে দোষটা কোথায় ? সমস্যা স্বীকার করেই সমাধান করতে হবে।
সুরঞ্জিত বলেন, জনগণ জানার পর শিক্ষা মন্ত্রণালয় জানতে পারে প্রশ্নপত্র ফাঁস হয়েছে। তারপর মন্ত্রণালয় থেকে একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বলা হয় প্রশ্ন ফাঁস হয়নি, কিন্তু পরে দেখা যায় আসলেই প্রশ্ন ফাঁস হয়েছে। তাই আগে দোষ স্বীকার করে সমস্যার সমাধান করতে হবে।
শিক্ষামন্ত্রীর বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, জাফর ইকবালের মতো লোক প্রশ্নপত্র ফাঁসে প্রমাণ দেখান। আর আমাদের শিক্ষামন্ত্রী বলেন- প্রয়োজন হলে ফেসবুক বন্ধ করে দেবো।
সমস্যা বন্ধ করতে এভাবে টুইটার, ই-মেইল ও জি-মেইল বন্ধ করে সমাধান পাওয়া যাবে না উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আমাদের সমস্যাকে স্বীকৃতি দিয়েই সমাধান বের করতে হবে। তা না হলে একসময় তো শিক্ষা মন্ত্রণালয়ই বন্ধ করে দিতে হবে। তিনি বলেন, প্রত্যেকটি প্রযুক্তিরই সুবিধা ও অসুবিধা আছে। তো অসুবিধাগুলোর প্রতিকারও রয়েছে। তাই মাথা ব্যাথা হলে তো মাথা কেটে ফেলা যাবে না।
তিনি বলেন, প্রশ্নপত্র ফাঁস হলে প্রথমে সরকারকেই দোষ স্বীকার করে নিতে হবে। তারপর চ্যালেঞ্জ গ্রহণ করতে হবে প্রশ্নপত্র ফাঁস বন্ধে। দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে। প্রয়োজনে দেশের জনগণকে সঙ্গে নিয়ে এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
চলমান রাজনীতি শীর্ষক এ আলোচনা সভার আঢোজন করে নৌকা সমর্থক গোষ্ঠী নামের এক সংগঠন। আয়োজক সংগঠনের উপদেষ্টা হাজী সেলিমের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন- নগর আওয়ামী লীগের সহ-সভাপতি ফয়েজ উদ্দিন মিয়া, হুমায়ন কবির মিজি প্রমুখ।