ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

চট্টগ্রামে শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন

নিজস্ব প্রতিবেদক | চট্টগ্রাম | প্রকাশিত: ০৪:২১ এএম, ২৫ আগস্ট ২০২২

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় শিশু ধর্ষণ মামলায় সবুজ বড়ুয়া নামের যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (২৪ আগস্ট) চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর বিচারক ফউজুল আজিম এ দণ্ডাদেশ দেন।

একই সঙ্গে আদালত আসামিকে ৩ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ অনাদায়ে সবুজকে ছয়মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায় ঘোষনার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। চট্টগ্রাম নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৩ এর স্পেশাল পাবলিক প্রসিকিউটর নজরুল ইসলাম সেন্টু জাগো নিউজকে এসব তথ্য নিশ্চিত করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৩ সালের ৫ ডিসেম্বর রাঙ্গুনিয়া থানার মুরাদপুর এলাকায় ১১ বছরের একটি শিশুকে ধর্ষণ করেন সবুজ বড়ুয়া। ওই বছরের ৯ ডিসেম্বর শিশুটির পরিবার রাঙ্গুনিয়া থানায় মামলা দায়ের করে।

পরবর্তীকালে ২০১৪ সালের ৪ মার্চ আদালতে অভিযোগপত্র জমা দেয় পুলিশ। ২০১৫ সালের ১ জুন মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। বিচারকালে নয়জন সাক্ষীর সাক্ষ্য নেন আদালত।

ইকবাল হোসেন/এসএএইচ