ভারতে গেলেন নৌবাহিনী প্রধান
ভারতীয় নৌবাহিনী প্রধানের আমন্ত্রণে বিশাখাপত্তমে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০১৬ এ যোগ দিতে নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল মোহাম্মদ নিজামউদ্দিন আহমেদ ভারতে গেছেন। বৃহস্পতিবার সকালে তিনি ভারতের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে নৌ প্রশাসনিক কর্তৃপক্ষ ঢাকা কমডোর সৈয়দ মকছুমুল হাকিম নৌপ্রধানকে বিদায় জানান।
আন্তবাহিনী জনসংযোগ বিভাগ (আইএসপিআর)বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার একথা জানিয়েছে।
আগামী ৬ হতে ৭ ফেব্রুয়ারি ভারতের বিশাখাপত্তমে অনুষ্ঠিতব্য ‘আন্তর্জাতিক ফ্লিট রিভিউ-২০১৬ অনুষ্ঠানে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ অংশগ্রহণ করবে। এছাড়া সফরকালীন সময়ে নৌপ্রধান বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘সমুদ্র জয়’ এবং ভারতীয় নৌবাহিনী জাহাজ পরিদর্শন করবেন। এ সফরের মধ্য দিয়ে প্রতিবেশী দেশ ভারত ও বাংলাদেশ নৌবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং পারস্পরিক সহযোগিতা আরো বৃদ্ধি পাবে।
উল্লেখ্য, উক্ত সফরে সস্ত্রীক নৌবাহিনী প্রধানের সফরসঙ্গী হিসেবে দুইজন কর্মকর্তা রয়েছেন। ভারত সফর শেষে নৌপ্রধান ৯ ফেব্রুয়ারি দেশে ফিরবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
এসএ/এএইচ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ আদালতে দায়িত্ব পালন শেষে হঠাৎ অসুস্থ হয়ে কনস্টেবলের মৃত্যু
- ২ পোস্টাল ভোটে প্রবাসীদের নিবন্ধন বেড়ে ৪ লাখ ৬৭ হাজার
- ৩ প্রার্থীদের অস্ত্র রাখতে প্রয়োজনে আচরণবিধি সংশোধন হবে: ইসি
- ৪ সব শিক্ষাপ্রতিষ্ঠানে সিসি ক্যামেরা সচল রাখার নির্দেশ ইসির
- ৫ বড়দিন ও থার্টিফার্স্ট নাইট ঘিরে পুলিশের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা