ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

প্রত্যেক জেলায় হবে মসজিদ কমপ্রেক্স : ধর্মমন্ত্রী

প্রকাশিত: ১২:৫৪ পিএম, ০৪ ফেব্রুয়ারি ২০১৬

ধর্ম বিষয়ক মন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান বলেছেন, নির্বাচনী ইশতেহার অনুযায়ী বর্তমান সরকার প্রত্যেক জেলা সদর ও উপজেলায় পর্যায়ক্রমে একটি করে মডেল কমপ্লেক্স নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এর মধ্যে প্রায় পাঁচ শতাধিক উপজেলায় ১টি করে মডেল মসজিদ ও ইসলামিক ফাউন্ডেশন অফিস কমপ্লেক্স নির্মাণ করতে ২ হাজার ৮শ’৭৫ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ের একটি প্রকল্প প্রনয়ণের কাজ হাতে নেয়া হয়েছে।

বৃহষ্পতিবার জাতীয় সংসদে আখতার জাহানের (মহিলা আসন-৫) প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, ৫ বছর মেয়াদী এই প্রকল্পের আওতায় পর্যায়ক্রমে দেশের সকল উপজেলায় ১টি করে আধুনিক মডেল মসজিদ নির্মাণ করা হবে।

ইতোমধ্যে ২০১৫-১৬ অর্থ বছরের এডিপিতে প্রকল্পটি বরাদ্দবিহীনভাবে অন্তর্ভূক্ত করা হয়েছে। প্রকল্প অনুমোদিত হলে পর্যায়ক্রমে রাজশাহী জেলার প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ নির্মাণ করা হবে।  

এইচএস/এএইচ/পিআর