স্থলবন্দর থেকে আয় ৬১ কোটি টাকা : নৌমন্ত্রী
নৌ-পরিবহনমন্ত্রী শাহাজাহান খান বলেছেন, দেশের ২২টি স্থলবন্দর থেকে গত ২০১৪-১৫ অর্থ-বছরে স্থল বন্দর কর্তৃপক্ষ ৬০ কোটি ৮৭ লাখ ৪ হাজার ২৫১ টাকা আয় করেছে । বৃহষ্পতিবার জাতীয় সংসদে বেগম পিনু খানের ( মহিলা-২৩) লিখিত প্রশ্নের জবাবে তিনি এতথ্য জানান। এসময় নৌমন্ত্রী সংসদে না থাকায় তার পক্ষে উত্তর দেন পানি সম্পদ মন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
তিনি বলেন, নতুন করে কুষ্টিয়ার দৌলতপুরের প্রাগপুরে এবং হবিগঞ্জের চুনারুঘাটের বাল্লায় স্থলবন্দর নির্মাণের পরিকল্পনার রয়েছে।
নোয়াখালী-৩ আসনের মো. মামুনুর রশীদ কিরনের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, নৌ-পরিবহন মন্ত্রণালয়ের আওতায় বিআইডব্লিউটিসি’র ৯টি ফেরী রুট চালু রয়েছে। এ সকল রুটে বিআইডব্লিউটিসি’র ৫০টি ফেরী নিয়োজিত আছে। ফেরীর সংখ্যা আরো বৃদ্ধির লক্ষে কাজ চলছে বলেও জানান মন্ত্রী।
এইচএস/এএইচ/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ চাটখিল ফোরাম-ঢাকার সভাপতি নুর নবী, সম্পাদক রাজন
- ২ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ৩ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৪ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৫ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার