৯ পৌরসভার ভোট ১৭ মার্চ
দ্বিতীয় দফায় ৯ পৌরসভা নির্বাচনের তফসিল আগামী সপ্তাহে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এসব পৌরসভায় ১৭ মার্চে ভোটগ্রহণের পরিকল্পনা নেয়া হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহের প্রথম দিকেই এ নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।
মার্চের শেষ সপ্তাহে ইউনিয়ন পরিষদের প্রথম ধাপের ভোটগ্রহণের বিষয়টি মাথায় রেখে এ সিদ্ধান্ত নিয়েছে বলে ইসির দায়িত্বশীল কর্মকর্তারা বৃহস্পতিবার নিশ্চিত করেছেন।
ইসি কর্মকর্তারা জানান, বর্তমানে ৪৮ পৌরসভা নির্বাচনের উপযোগী রয়েছে। এর মধ্যে ২টির তফসিল ঘোষণা করা হয়েছে। আগামী সপ্তাহের যে কোন দিন আরো ৯ পৌরসভার তফসিল ঘোষণা করা হবে। এসব পৌরসভায় ১৭ মার্চ ভোটগ্রহণের পরিকল্পনা নেয়া হয়েছে।
পৌরসভাগুলো হচ্ছে, রংপুরের হারাগাছ, ব্রাহ্মণবাড়িয়া সদর, ঝালকাঠী সদর, নোয়াখালীর কবিরহাট, কুমিল্লার নাংগলকোট, ফরিদপুরের ভাংগা, কক্সবাজারের চকরিয়া, মহেশখালী ও ফেনীর সোনাগাজীতে ভোটগ্রহণ করা হবে।
স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯ এ বলা আছে, পৌরসভা গঠনের পর প্রথম সভার তারিখ থেকে পরবর্তী ৫ বছর পর্যন্ত উক্ত পৌরসভার মেয়াদ থাকবে। নির্বাচনের ক্ষেত্রে আইনে উল্লেখ রয়েছে, পৌরসভার মেয়াদ শেষ হওয়ার ক্ষেত্রে, উক্ত মেয়াদ শেষ হওয়ার পূর্ববর্তী ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচনে অংশ নিতে হলে মেয়রদের পদত্যাগ করতে হবে।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর প্রথম দফায় ব্যাপক অনিয়ম ও সহিংসতায় মধ্য দিয়ে দেশের ২৩৪ পৌরসভায় ভোট হয়। নির্বাচন কমিশনে নিবন্ধিত ৪০টি রাজনৈতিক দলের মধ্যে ২০টি দল এবারের পৌর নির্বাচনে অংশ নেয়। এতে আওয়ামী লীগের ২৩৪, বিএনপি ২২৩ ও জাতীয় পার্টি ৭৪ প্রার্থীসহ ৯৪৫ জন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। সংরক্ষিত কাউন্সিলর ও সাধারণ কাউন্সিলর পদে প্রায় সাড়ে ১১ হাজার প্রার্থী নির্বাচনে অংশ গ্রহণ করেন।
এইচএস/এএইচ/পিআর