আজকের ধাঁধা : ০৭ ফেব্রুয়ারি ২০১৬
ধাঁধা :
১. ‘কোলের মাঝে কি বসাবে,
বসন্তে দেখা পাবে।’
২. ‘কেবলি বাড়িয়া যায়,
কভু যেন না কমে।
জগতের এ রীতি,
বুঝিতে না পারে।’
৩. ‘কেবান যে ফল ভাই,
লেজে থাকে দাড়ি।
গা কেটে ধরে ফল,
খায় নর-নারী।’
৪. ‘কেউ তাকে দেখেনি,
ছিল না সে কভু।
সেটা কি কথা,
বলো দেখি তবু।’
উত্তর :
১. কোকিল
২. বয়স
৩. ভুট্টা
৪. কাল
এসইউ/এমএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত