ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

বিসিএস শিক্ষা সমিতির নির্বাচন ২১ মার্চ

প্রকাশিত: ০৬:২৩ এএম, ০৭ ফেব্রুয়ারি ২০১৬

বিসিএস সাধারণ শিক্ষা সমিতির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির তফসিল ঘোষণা করা হয়েছে। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে। শনিবার রাতে নির্বাচন কমিশনের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংগঠন সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবদুস সামাদ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২১ মার্চ সোমবার সারাদেশে একযোগে ভোট গ্রহণের মধ্য দিয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে। খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে ১৩ ফেব্রুয়ারি, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ ফেব্রুয়ারি। এছাড়া মনোনয়নপত্র সংগ্রহ ও দাখিল ১৬ ও ১৭ ফ্রেব্রুয়ারি যথাক্রমে মঙ্গল ও বুধবার প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল আড়াইটা পর্যন্ত নির্বাচন কমিশন কার্যালয়, শিক্ষাবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ, মেহেরবা প্লাজা (১৪ তলা), ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ হতে সংগ্রহ করা ও জমা দেয়া যাবে।

এছাড়া, মনোনয়নপত্র বাছাই ও প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ ২২ ফেব্রুয়ারি সোমবার বিকেল ৪টা পর্যন্ত, মনোনয়নপত্র প্রত্যাহার ও লিখিত আপত্তি প্রদান ২৩ ফেব্রুয়ারি মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৪ ফেব্রুয়ারি বিকেল ৪টায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভোট গ্রহণ চলবে ২১ মার্চ সোমবার সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। বেসরকারি ফলাফল প্রকাশ করা হবে ২৪ মার্চ বৃহস্পতিবার। চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে ২৭ মার্চ রোববার।

কমিশন জানায়, কোনো পদে একাধিক প্রতিদ্বন্দ্বী না থাকলে সে পদের প্রার্থীকে ২৪ ফেব্রুয়ারি বুধবার বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হবে।

কমিশনের ঘোষণা অনুযায়ী, সভাপতি পদের জন্য সাত হাজার টাকা, সহ-সভাপতি পদের জন্য ছয় হাজার টাকা, মহাসচিব পদের জন্য পাঁচ হাজার টাকা, যুগ্ম মহাসচিব, কোষাধ্যক্ষ ও সাংগঠনিক সচিবসহ অন্য সকল সচিব পদের জন্য চার টাকা, সহ-কোষাধ্যক্ষসহ অন্য সকল সহ-সচিব পদের জন্য  তিন হাজার ৫শ` টাকা এবং নির্বাহী সদস্য পদের জন্য তিন হাজার টাকা নির্বাচন কমিশনে জমা দিয়ে মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে।

সূত্র জানায়, বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মোট সদস্য সংখ্যা প্রায় ১০ হাজার। তাদের মধ্যে সারাদেশের সরকারি কলেজ, শিক্ষা সংশ্লিষ্ট দফতর-অধিদফতরসমূহের প্রায় আট হাজার সদস্য এ বছর ভোট প্রয়োগের জন্য নিবন্ধিত হয়েছেন।

উল্লেখ্য, ২০১৩ সালের ২০ আগস্ট সমিতির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে তিনটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা হয়। প্যানেল তিনটি ছিল-মাউশির বর্তমান ডিজি ফাহিমা খাতুনের নেতৃত্বাধীন মাছুমে রাব্বানী ও আই কে সেলিম উল্লাহ খোন্দকার প্যানেল, সর্বশেষ সভাপতি প্রফেসর নাসরীন বেগমের নেতৃত্বাধীন নাসরীন-সোহেল প্যানেল এবং আন্তঃব্যাচ সমর্থিত শফিক-শাহেদ প্যানেল। ওই নির্বাচনে নাসরীন প্যানেল ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে।

এনএম/এমজেড/এমএস