৬ লাখ টাকা আত্মসাৎ: গ্রামীণ ব্যাংক কর্মকর্তাসহ ৪ জনের নামে মামলা
ফাইল ছবি
গ্রামীণ ব্যাংক থেকে অবৈধভাবে ছয় লাখ টাকা উত্তোলন করে আত্মসাতের অপরাধে প্রতিষ্ঠানটির দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রোববার (১১ সেপ্টেম্বর) সংস্থাটির প্রধান কার্যালয়ের উপ-সহকারী পরিচালক সোমা হোড় বাদী হয়ে দুদক সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-২ (মানিকগঞ্জ) এ মামলা করেন।
মামলার আসামিরা হলেন- রতন কৃষ্ণ দে, সাহাবুদ্দিন, গ্রামীণ ব্যাংক সাভার শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন তালুকদার ও মানিকগঞ্জ শাখার ব্যবস্থাপক মো. ছোলাইমান।
মামলার এজহারে বলা হয়, গ্রামীণ ব্যাংকের হিসাব থেকে প্রতারণার মাধ্যমে টাকা উত্তোলনের জন্য রতন কৃষ্ণ দে ও সাহাবুদ্দিন পরষ্পর যোগসাজশে জাল কাগজপত্র তৈরি করে জমা দেন। পরে ব্যাংকটির মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার জয়মন্টপ শাখার ব্যবস্থাপক মো. দেলোয়ার হোসেন তালুকদার ও দ্বিতীয় সইকারী ছোলাইমান কাগজগুলো আসল হিসেবে ব্যবহার করেন।
রতন ও সাহাবুদ্দিনের পাশাপাশি গ্রামীণ ব্যাংকের ওই দুই কর্মকর্তা অসৎ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার করে ব্যাংক থেকে ছয় লাখ টাকা উত্তোলন করে আত্মসাৎ করেন।
আসামিরা দণ্ডবিধির ১০৯/৪০৯/৪৬৭/৪৬৮/৪৭১/৪২০ ও ১৯৪৭ সালের ৫(২) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
এসএম/এসএএইচ/জেআইএম