জার্মানি ও ইরাকের রাষ্ট্রদূতের মেয়াদ এক বছর বাড়লো
জার্মানিতে বাংলাদেশের রাষ্ট্রদূত সাবেক জ্যেষ্ঠ সচিব মো. মোশাররফ হোসেন ভুঁইয়ার চুক্তির মেয়াদ আরও এক বছর বাড়ানো হয়েছে।
বুধবার (১৪ সেপ্টেম্বর) তার চুক্তির মেয়াদ বাড়িয়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
আগের চুক্তির ধারাবাহিকতায় ও একই শর্তে আগামী ২৪ সেপ্টেম্বর অথবা যোগদানের তারিখ থেকে এ মেয়াদ বৃদ্ধির আদেশ কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।
আলাদা প্রজ্ঞাপনে ইরাকে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. ফজলুল বারী চুক্তিতে আরও এক বছর থাকছেন। তার অবসরোত্তর ছুটি ও এ সংক্রান্ত সুবিধা স্থগিতের শর্তে ৩০ সেপ্টেম্বর বা যোগদানের তারিখ থেকে তাকে এক বছরের জন্য চুক্তিতে এ নিয়োগ দেওয়া হয়েছে।
এছাড়া বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা পদে দুই বছরের চুক্তিতে নিয়োজিত ড. সোহেলা আক্তারকে ১৪ সেপ্টেম্বর থেকে ২০২৪ সালের ১৮ জানুয়ারি পর্যন্ত ওই প্রতিষ্ঠানের পরিচালক পদে নিয়োগ দেওয়া হয়েছে।
আরএমএম/বিএ/এএসএম
সর্বশেষ - জাতীয়
- ১ নিষেধাজ্ঞা উপেক্ষা, পুরান ঢাকায় মধ্যরাতে আতশবাজি ও উচ্চশব্দে গান
- ২ ডিউটি শেষে বাসায় ফেরার পথে কাভার্ডভ্যানের চাপায় পুলিশ সদস্য নিহত
- ৩ ২০২৬: নতুন বছরের আলোয় হারানোর বেদনা ভুলে বড় হোক অর্জনের খাতা
- ৪ নিষেধাজ্ঞা অমান্য করে ঢাকা শহরজুড়ে আতশবাজি
- ৫ সবাইকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা জানালেন প্রধান উপদেষ্টা