ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

৪০তম বিসিএসের নটরডেমিয়ানদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৭ সেপ্টেম্বর ২০২২

বিসিএস ৪০তম ব্যাচে সুপারিশপ্রাপ্ত ঢাকার নটরডেম কলেজের সাবেক ৬১ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। গত শুক্রবার (১৬ সেপ্টেম্বর) ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে।

ক্লাব নটরডেমিয়ান্সের প্রেসিডেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রেফায়েত উল্লাহ প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এ সময় ক্লাবের ফাউন্ডার মেম্বার সিনিয়র সচিব (অব.) হেদায়েতুল্লাহ আল-মামুন, অতিরিক্ত সচিব (অব.) রফিকুজ্জামান, ডিআইজি (অব.) রফিকুল ইসলামসহ শতাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন। ক্লাবের নির্বাহী কমিটির অন্যান্য সদস্য এবং বিভিন্ন ক্যাডারে কর্মরত ও অবসরপ্রাপ্ত কলেজের সাবেক শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।

৪০তম বিসিএসের নটরডেমিয়ানদের সংবর্ধনা

বক্তারা অনুষ্ঠানে বলেন, দেশের অভিধান থেকে ‘আমলাতান্ত্রিক জটিলতা’ শব্দটি মুছে ফেলতে হবে। নিজেদের জনগণের সেবক হিসেবে ভাবতে হবে এবং সে মোতাবেক কাজ করতে হবে। আমরা যে নটরডেমিয়ান এবং সবার চেয়ে আলাদা সেটা আমাদের কাজের মাধ্যমে বহিঃপ্রকাশ করতে হবে।

৪০তম বিসিএসের নটরডেমিয়ানদের সংবর্ধনা

প্রধান অতিথি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) রেফায়েত উল্লাহ বলেন, নটরডেম কলেজের বিভিন্ন ব্যাচের সিনিয়র ও জুনিয়রের মধ্যে ভ্রাতৃত্ববোধের যে শিক্ষা আমরা কলেজ জীবনে লাভ করেছি; কর্মজীবনেও তার ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করতে হবে। জনগণের সেবক হিসেবে দেশের মানুষের কল্যাণে কাজ করতে হবে।

সংবর্ধনা শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রীতিভোজের আয়োজন করা হয়।

এইচএ/জেএইচ/জেআইএম