অতিরিক্ত ফি ফেরত না দিলে ব্যবস্থা : শিক্ষামন্ত্রী
অতিরিক্ত ভর্তি ফি ফেরত না দিলে উচ্চ আদালতের রায় অনুযায়ী অভিযুক্ত স্কুলের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সোমবার দুপুরে সচিবালয়ে দেশের বিশিষ্ট নাগরিকদের সঙ্গে মতবিনিময় শেষে এক সংবাদ ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষামন্ত্রী বলেন, যে সব শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ভর্তি ফি নিয়েও ফেরত দেয়নি সেসব শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা (ম্যানেজিং) কমিটি স্বাভাবিকভাবেই অকার্যকর হবে।
নাহিদ বলেন, আমরা সম্মান দেখাচ্ছি বলে কঠোর হতে পারব না এমনটি ভাবার কোনো কারণ নেই। বিশিষ্ট নাগরিকদের এ সমর্থন মন্ত্রণালয়কে আরও বেশি শক্তি জোগাবে বলে আশা প্রকাশ করেন তিনি।
মতবিনিময় সভা শেষে সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক সুলতানা কামাল বলেন, অতিরিক্ত ফি নিয়ে যারা অন্যায় করছেন এবং অতিরিক্ত ছাত্র ভর্তি করে যারা অন্যায় করছেন, তারা জবাবদিহিতার মধ্যে আসছে না। কিন্তু সবার মনে রাখা উচিত, আইনের চোখে সবাই সমান।
এছাড়াও শিক্ষাবিদ হায়াৎ মামুদ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এম আকাশ মতবিনিময়ে উপস্থিত ছিলেন।
এনএম/এসকেডি/এবিএস
সর্বশেষ - জাতীয়
- ১ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ২ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৩ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৪ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত
- ৫ দেশের উন্নয়নে মেধাবীদের কাজে লাগাতে হবে: মেয়র শাহাদাত