ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

কদর বেড়েছে শহীদ মিনারের চৌহদ্দির

প্রকাশিত: ০২:২৮ পিএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৬

প্রায় সারা বছর উপেক্ষিত থাকলেও মহান ভাষা আন্দোলনের মাস শুরু হলেই বাংলা ভাষার প্রতি ভালবাসার টান বাড়ে! আর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরের চৌহদ্দিরও কদর যায় বেড়ে। মূল বেদির আশপাশের দেয়াল ঘষে-মেজে নতুন চুনকাম করা হয়। চারপাশের রাস্তায় বিভিন্ন গুণীজনদের লেখা বাংলা ভাষার কবিতা, গান ও বাণী লেখার প্রতিযোগিতাও এসময় শুরু হয়।

Shohid-minar

আইন শৃংখলা রক্ষাকারি বাহিনী ২১ ফেব্রুয়ারির দিন নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে শহীদ মিনার ও আশেপাশের রাস্তায় জন ও যান চলাচলের জন্য আগাম প্রস্তুুতি গ্রহণ করে।

সোমবার সরেজমিন পরিদর্শনকালে দেখা গেছে, কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের উত্তর দিকের রাস্তার দেয়ালের পুরনো প্লাস্টার ভাঙচুর করছেন শ্রমিকরা। অদূরে ইট,বালু ও সিমেন্ট রাস্তায় রেখে দেয়া হয়েছে।

Shohid-minar

শ্রমিকরা জানান, ২১ ফেব্রুয়ারি আসলেই নতুন করে লেখার জন্য দেয়ালে প্লাস্টার করা হয়। আগামী দু-একদিনের মধ্যে তারা প্লাস্টার ও চুনকামের কাজ শেষ করবেন। তারপর চারুকলা বিভাগের শিক্ষার্থীদের দিয়ে লেখার কাজ শুরু হবে। রাস্তার দেয়াল নতুন করে ভেঙ্গে প্লাস্টার কাজের পাশাপাশি মূল বেদিতেও বাঁশ ঝুলিয়ে ঘষামাজার কাজ চলছে।

Shohid-minar

দুপুর ২টার পর পুলিশের বেশ কিছুসংখ্যক ঊর্ধ্বতন কর্মকর্তাকে শহীদ মিনারের সামনের রাস্তায় দাঁড়িয়ে ২১ ফেব্রুয়ারির দিন নিরাপত্তার সার্বিক প্রস্তুুতি নিয়ে কথা বলতে দেখা যায়। এ সময় ওই রাস্তায় চলাচলকারী অনেককে টিপ্পনি কেটে বলতে শোনা যায়, সারাবছর শহীদ মিনার উপেক্ষিত থাকলেও ফেব্রুয়ারি এলেই দরদ উথলে ওঠে।

Shohid-minar

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, এটা ঠিক ভাষার মাস এলে সবার একটা আলাদা আবেগ কাজ করে এ জন্য এটাকে বিশেষ গুরুত্ব দেয়া হয়। তবে সারা বছর শহীদ মিনারের পবিত্রতা রক্ষার্থে আমরা তৎপর থাকি।

এমইউ/এসএইচএস/পিআর

আরও পড়ুন