পদ্মা সেতুতে ১ হাজার ৬৬৫ কোটি টাকা দিচ্ছে ভারত-জাপান
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সংসদে জানিয়েছেন, পদ্মা সেতু নির্মাণে বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল ছাড়াও ১ হাজার ৬৬৫ কোটি টাকার যোগান দিচ্ছে জাপান ও ভারত।
জাতীয় সংসদে সোমবার প্রশ্নোত্তর পর্বে জেবুন্নেছা আফরোজের (বরিশাল-৫) লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন তিনি।
মন্ত্রী বলেন, পদ্মা সেতু নির্মাণে সর্বশেষ অনুমোদিত ডিপিপি অনুযায়ী মোট ব্যয় প্রাক্কলন করা হয়েছে ২৮ হাজার ৭৯৩ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা। যার মধ্যে ২৭ হাজার ১২৮ কোটি ৩৮ লাখ ৭৬ হাজার টাকা বাংলাদেশ সরকারের নিজস্ব তহবিল হতে যোগান দেয়া হচ্ছে। অবশিষ্ট অর্থের মধ্যে জাপানি ঋণ মওকুফ তহবিলের (জেডিসিএফ) তিনশত কোটি টাকা এবং ভারত সরকারের অনুদান হিসেবে ১ হাজার ৩৬৫ কোটি টাকার যোগান দেয়া হয়েছে।
এইচএস/একে/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর বিশ্বে নজিরবিহীন দৃষ্টান্ত
- ২ মিরপুরে নির্বাচনি প্রচারপত্র বিলিকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষ
- ৩ চট্টগ্রামে ১০ জনের মনোনয়ন প্রত্যাহার, বৈধ প্রার্থী ১১১, বাতিল ২
- ৪ যে বিবেচনায় পূর্বাচলে দুটি নতুন থানা স্থাপনের প্রস্তাব অনুমোদন
- ৫ পোস্টাল ব্যালট নিয়ে সোশ্যাল মিডিয়ায় বিভ্রান্তি ছড়ানো হচ্ছে: সিইসি