রাষ্ট্রপতিকে সার্বিক অবস্থা জানালো ইসি
চার বছরপূর্তিতে নির্বাচন কমিশনের (ইসি) সার্বিক অগ্রগতি ও প্রস্তুতি অবহিত করতে বঙ্গভবনে রাষ্ট্রপতি আবদুল হামিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন কাজী রকিব নেতৃত্বাধীন ইসি।
নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ দেশের বাহিরে থাকায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেন তিন নির্বাচন কমিশনার ও ইসি সচিব।
দেশজুড়ে ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতে যায় ইসি। ইসি কর্মকর্তা জানান, নির্বাচন কমিশন দেশের ১০ কোটি নাগরিকের উন্নতমানের স্মার্টকার্ড দেয়ার প্রক্রিয়ায় রয়েছে। আনুষ্ঠানিকভাবে ইসির বিতরণ শুরুর আগে সার্বিক অগ্রগতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে অবহিত করার বিষয় রয়েছে। ইতোমধ্যে প্রধানমন্ত্রীকে স্মার্টকার্ড প্রদর্শনও করা হয়েছে। এ দু’জনের সময় পেলে স্মার্টকার্ড বিতরণ কাজও শুরুর সময়সূচি জানাবে ইসি।
বুধবার বিকেল পৌনে ৩টার দিকে বঙ্গভবনের উদ্দেশ্যে শেরে বাংলানগরস্থ ইসি কার্যালয় ছাড়ার সময় অপেক্ষমাণ সাংবাদিকদের সিইসি বলেন, ‘আমরা তো প্রতিবছরই যাই; আজ হঠাৎ করে যাচ্ছি।’ এসময় নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, জাবেদ আলী ও ইসি সচিব মো. সিরাজুল ইসলাম তার সঙ্গে ইসি থেকে বের হয়েছেন। নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বুধবার দেশে ফেরার কথা রয়েছে। চার বছরের ইসির সার্বিক কাজের অগ্রগতি ও আসন্ন নির্বাচনের প্রস্তুতি রাষ্ট্রপতিকে অবহিত করা হতে পারে বলে জানিয়েছেন ইসি কর্মকর্তারা।
এইচএস/একে/আরআইপি