গাজীপুরে সিলিন্ডারবোঝাই ট্রাকে বিস্ফোরণ: দগ্ধ আরেকজনের মৃত্যু
ফাইল ছবি
গাজীপুরে গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) গ্যাস সিলিন্ডারবোঝাই কাভার্ডভ্যান বিস্ফোরণে দগ্ধ আরেকজন মারা গেছেন।
সোমবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মো. পারভেজ (৩১) নামে ওই ব্যক্তির মৃত্যু হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার এস এম আইউব হোসেন জানান, তার শরীরের ৮৬ শতাংশ দগ্ধ ছিল।
এ ঘটনায় আরও তিনজন সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
গত বৃহস্পতিবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে গাজীপুর মহানগরীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বড়বাড়ি এলাকায় হাজী ওহেদ আলী সরকার সিএনজি ফিলিং স্টেশনে এ দুর্ঘটনা ঘটে। সেসময় দগ্ধ মো. মিঠু (২৫) শুক্রবার মারা গেছেন। তার শরীরের পুরোটাই দগ্ধ ছিল।
কাজী আল আমীন/এমএইচআর
সর্বশেষ - জাতীয়
- ১ ফের লাইনে লিকেজ, উত্তরাসহ আশপাশে গ্যাস সরবরাহ বন্ধ
- ২ চট্টগ্রামে সিলিন্ডার গ্যাসের জন্য হাহাকার, বাড়ছে ক্ষোভ
- ৩ ভোটে ভুয়া তথ্য মোকাবিলায় জাতিসংঘের সহায়তা চাইলেন প্রধান উপদেষ্টা
- ৪ মাদক-অবৈধ যোগাযোগ ঠেকাতে প্রিজনভ্যানে নজরদারি চায় কারা কর্তৃপক্ষ
- ৫ দ্বিতীয় বিয়ে নিয়ে বিচার বিভাগের সংবেদনশীল ভূমিকা চায় মহিলা পরিষদ