ভিডিও EN
  1. Home/
  2. জাতীয়

মতিঝিলে বিদেশি পিস্তল-গুলি ও ম্যাগজিনসহ আটক ১

প্রকাশিত: ০৯:৪৭ এএম, ১১ ফেব্রুয়ারি ২০১৬

রাজধানীর মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয় সংলগ্ন ফুটওভার ব্রিজের নীচে অভিযান পরিচালনা করে এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগজিন ও ৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
 
বুধবার রাতে এ অভিযান পরিচালনা করে ডিএমপির ডিবি (পূর্ব) বিভাগ। গ্রেফতারকৃতের নাম মো. রাশিদ শিকদার।
 
ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) এসএম জাহাঙ্গীর আলম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।
 
তিনি জানান, গ্রেফতার রাশিদ দীর্ঘদিন যাবৎ ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকায় অস্ত্রের ব্যবসা করেছে। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে মতিঝিল থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
 
গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগের যুগ্ম পুলিশ কমিশনার মো. মনিরুল ইসলাম, বিপিএম,পিপিএম (বার) এর নির্দেশনায়, এ অভিযান পরিচালিত হয়।

জেইউ/এসকেডি/এমএস