প্রাথমিকে ১৬ হাজার প্রধান শিক্ষকের পদ শূন্য
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান জানিয়েছেন, সারাদেশে প্রাথমিক বিদ্যালয়ের ১৬ হাজার ২০৭টি প্রধান শিক্ষকের পদ শূন্য রয়েছে। বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদে জাতীয় পার্টির এ কে এম মাঈদুল ইসলামের (কুড়িগ্রাম-৩) প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।
মন্ত্রী জানান, সারাদেশে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের মোট শূন্য পদ ৭ হাজার ৯৫২টি এবং নতুন জাতীয়করণকৃত সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের ৮ হাজার ২৫৫টি পদ শূন্য রয়েছে। প্রধান শিক্ষকের পদটি ইতোমধ্যে দ্বিতীয় শ্রেণিতে উন্নীত করা হয়েছে। বিধি মোতাবেক নিয়োগের জন্য পিএসসির নির্দিষ্ট ছকে শূন্য পদের তথ্য প্রেরণের বিষয়টি প্রক্রিয়াধীন।
মহাসড়কের পার্শ্ববর্তী প্রাইমারি স্কুলে সীমানা প্রাচীর হবে
বেগম আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, জাতীয় ও আঞ্চলিক মহাসড়কের পাশে অবস্থিত প্রাথমিক বিদ্যালয়ে প্রয়োজনীয়তার ভিত্তিতে ছাত্রছাত্রীদের নিরাপত্তার স্বার্থে সীমানা প্রাচীর নির্মাণ করার পরিকল্পনা আছে। এ বিষয়ে মাঠ পর্যায়ে কার্যক্রম চলমান রয়েছে।
এইচএস/এনএফ/পিআর
সর্বশেষ - জাতীয়
- ১ জুলাই আন্দোলনে শহীদ ১১৪ জনের পরিচয় শনাক্তে মরদেহ উত্তোলন রোববার
- ২ নিরাপদ খাদ্য নিশ্চিতে একসঙ্গে কাজ করবে ক্যাব ও বিএসএএফই
- ৩ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় নারী উদ্যোক্তাদের অতিরিক্ত অর্থায়ন প্রয়োজন
- ৪ টেকনাফে সন্ত্রাসী ‘লম্বা মিজান’র বাড়ি থেকে বিপুল অস্ত্র উদ্ধার
- ৫ রাজধানীতে ছাদবাগানে পানি দেওয়ার সময় নিচে পড়ে বৃদ্ধা নিহত