রাষ্ট্রপতির সঙ্গে ঢাকা চেম্বার নেতাদের বৈঠক
রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ব্যবসায়ী নেতারা। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৩টায় ঢাকা চেম্বারের ব্যানারে ব্যবসায়ী প্রতিনিধিদের একটি দল বঙ্গভবনে যান।
রাষ্ট্রপতির সহকারী প্রেস সচিব মাহমুদুল হাসান জাগো নিউজকে এ তথ্য জানিয়েছেন।
ব্যবসায়ীদের পক্ষে নেতৃত্ব দেন ঢাকা চেম্বারের সভাপতি হোসাইন খালেদ। বৈঠক রাষ্ট্রপতি ব্যবসায়ীদের বিভিন্ন কথা শোনেন। ব্যবসায়ীরা দেশের অর্থনীতিতে ব্যবসা বাণিজ্যের অবদান তুলে ধরেন।
এসএ/জেএইচ/পিআর